Thursday, September 22, 2011

শুক-শালিক

শুক বলে সুখ দুনিয়ায়
এখনো অনেক রয়
শালিক একা থাকে বলে
দুঃখের কথাই কয়

শুক বামুন কয় দুনিয়ায়
নাই যে দুখ মোটে
শালিক বলে সুখের দেখা
ভাগ্যে যে না জোটে

শুক বলে হাসা ভালো
শালিক শুনে হাসে
বন্ধু রূপে দুশমন কারা
সামনে চোখে ভাসে

শুক বলে এই ধরাতে
ইশ্বর সব ই যেন
শালিক যোগে
ইমান ছাড়াও
ইশ্বর কবে হেন?

শুক বলে দিস না ছোঁয়া
শালিক পাখি মোকে
ইশ্বরের জাত যায় রে তাই
দুরে রাখি তোকে

শুক বলে বাস তবু ভাল
শালিক জিগায় কাকে?
শুক বলে সবার মাঝে
খোঁজ রে তুই তাঁকে

শালিক বলে খুঁজে পেলেও
হব আমি কিবা
শুক রা সব করবে পূজা
বানায় আমায় শিবা

শালিক জাতি রইবে তেমন
অলুক্ষুনে একা
শুক রা সব হইবে খুশি
শালিক রে দি ছ্যাঁকা

শুক বলে দেখিস না তুই
তাঁর পায়ের চিন্হ ও যে
শালিক এর প্রশ্ন কেন
উত্তর কেন খোঁজে ?

শালিক বলে অরূপ যিনি
পদচিন্হ তাঁরই
এই কথা খান আমি যে ভাই
বুঝতে নাহি পারি

শুক বলে অরূপ স্বরূপ
সবার ভিতরে তাই
শালিক খুঁজে দেখতে গেলে
শুক বলে ছুইতে নাই

শুক বলে সেই কথাখান
অন্তরে যে বোঝে
শালিক বলে নাই তার ভাষা
না-ই বা সে খোঁজে

যাঁর হাথে রয়েছে বিচার
সেই যদি হয় সবে
তবে কান অবিচারী
এই দুনিয়ায় রবে?

শুক বলে শালিকের এ
প্রশ্নের নেই মানে
মুর্খ শালিক মনে ভাবে
সবই যেন জানে

শালিক ভাবে জানি যদি
জিগাই তবে ক্যানে?
শুক বলে শালিক বড়
কাঁদুনি প্যানপ্যানে

শুক বলে শালিক আগে
করছিল যে পাপ
প্রাচিত্তির এর আগুনেতে
উচিত দেওয়া ঝাঁপ

শুক বলে দেয় সে সবই
যোগ্য যে হয় তাকে
শালিক বলে সৃষ্টিকর্তা
বাকিদের ক্যানে রাখে?

বোকা+ আমি= বোকামি

ছিলনা কেউ আমি জানি
থাকবেনা কেউ আমি জানি
বোকা মেয়ে হলাম আমি
বোকা মেয়ে হলাম আমি |

তবু মাঝে মাঝে মনে হয় এ আছে
মাঝে মাঝে মনে হয় সে আছে
গল্পের গরু চরে গাছে
তবু কেন যে মনে হয় আছে ?

বোকা মেয়ে, বোকা মেয়ে
মাঝে মাঝে করি বোকামি
বোকা আমি করি বোকামি
বোকামি বোকা me

রঙিন চশমা তা পরে ফেলি
ধুসর আকাশ লাগে নীল
আকাশে মেঘ গুলো ভাসতে দেখে
মন করে ওঠে ঝিলমিল
বোকা আমি করি বোকামি
বোকামি বোকা me ...

হলুদ মাঠে খুঁজে চলছি যে ঘাস
চশমা পরে লাগে সবুজ আকাশ
চশমা পরে করি ভালোবেসে ভুল
আর নিজেকে মনে হয় "beautiful ...
And once more i have become a fool
And people call me beauty - fool ...

বোকা আমি করি বোকামি
বোকামি বোকা me ...

কেউ যখন বলে আমি আছি তোর পাশে
আমার মনে হয় সেই ভালবাসে
মনে জাগে আশা
অজানা ভালবাসার
তখন ভুলে যাই ডোবায় ভালবাসা
বোকা মেয়ে হই যে আমি
বোকা আমি করি বোকামি
বোকামি বোকা me ...

Wednesday, September 21, 2011

বিতর্ক : সাহস না দুঃসাহস

সাহস আমার আদর্শ



সাহসিকতার গল্প তো নয়



একদিকে স্বামীজি যেমন



অন্যদিকে পাউলি ও রয় |







সাহস আর দুঃসাহস



এক জনায় একসাথে রয়



আজ যে হয় দুঃসাহসী



কাল তাকে -ই সাহসী কয় |







সাহস আর দুঃসাহস



একই মনের দুটি পিঠ



প্রাচীন আর নবীন যুঝে



সেই সিনেমাই superhit .







কেচ্ছা যদি নাই থাকে



কোথায় পাবি কাহিনী ?



তাই তো কেচ্ছা দেখতে পেলেই



নামিয়ে দিস বাহিনী |







কেউ বলে সাহস এ তে



থাকতে লাগে পরের হিত



সাহস আসলে আর কিছু নয়



অন্য কিছু ভাবার জিত |

Tuesday, September 20, 2011

হকের কথা

মাথায় আমার চিরটাকাল গন্ডগোল
লোকে যখন কয় রে মোরে
হকের কথা আস্তে ক' রে
হকের কথায় সবাই ডরে
আস্তে করে বল
এমন মাথায় গন্ডগোল তুই ডাক্তার খানে চল ||
তোর মাথায় রে সত্যি কারের গন্ডগোল |

হকের কথা কৈলে ক্যানে
দুশমন সবাই হয় রে জানের
সবাই খোঁজে পিছনের মানের
সামনের কথার নয়
হক কথা খান কৈলে মাথায় গন্ডগোল ই হয় ||

হক কথা যে মজার কথা নয়
রাজার কানে প্রজার কথা হয়
ছোট মুখে বড় কথা
লোকে আস্তে তাই যে কয়
হক কথা খান জোড়ে কৈলে
লোকে মাথার গন্ডগোল ই কয় ||

হক কথা পরানের কথাই রয়
মানের হুঁশ এ বেহুঁশ মানুষ
তখন যে পায় ভয়
তাই তো সবাই হকের কথা
ফিস ফিশায়ে কয় |
নামের হুঁশে বেহুঁশ মানুষ
ইমান করে নয় ছয়
হকের লড়ায়ে ক্যান যে বলে
হকের ই হয় জয় ?

নির্ঘাত আমার মাথার ব্যামো
মাথায় বড় গন্ডগোল
নাইলে কেন হকের কথায়
পিটাই এমন ঢোল ?

Tuesday, September 6, 2011

Bhar De Prem Ka Pyala...


Is dunia mein apna na koi

Tu jane Nandalala

Bhar de prem ka pyala,

Gopaalaa...

Bhar de prem ka pyala...

Yaar kise kahu wo Giridhari

Biswas to mere sab se hari

Kyse jodu rishtedaari?

O Giridhari,

Kisse karu main yaari?

Logon ki- aankhein kehte

Hontho se alag jab

Dil kehte man se alag tab

Kyse karu main yakeen o yaara

Sab ne yakeen aur prem ko mara...

Log kahe-prem sabse nyara hai

...

Log kahe prem, sabse hai nyara

Dil kahe prem sabse hai pyara

Lekin jaha dekhun duniadari

Giridhari Murari

Prem ko sab ne hain mari...

Sabse ek baat poochna chahti hoon-

Kya prem abtak zinda hai?

Shayad nehi? Ya shayad hai?

...

Nandlalaa, Sabko bachanewala

Bachale prem ko yaara Gopala

Bhar de prem ka pyala...

Gopala, Bhar de prem ka pyala....

Jis pyale se koi ghot pi jawe

Ban jawe zindagi matwala

Gopala, Bhar de prem ka pyala...

Saturday, September 3, 2011

আমি স্বাধীনতা কামী

আমি স্বাধীনতা কামী



বিশ্ব ভ্রাতৃত্ব আমার স্পন্দন



কিন্তু কেউ যে শোনেনা আমার ক্রন্দন



কেন ? আমি কি ভুল কিছু চাই?



আমি চাই এই বিশ্ব হোক এক



সেখানে সবেতেই থাক সবার অধিকার



যেখানে কাড়াকাড়ি নেই



নেই নিয়মের কড়াকড়ি



শুধু একটি নিয়ম, আমি হব আমি



আর তুমি হবে তুমি |



আমি যেমন তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবনা



যে যা চাইবে সে সেটাই করবে



শুধু দেখবে এটুকু - যেন এরই মধ্যে কারোর

স্বাধীনতায়



বাধা না আসে |



থাকবেনা ঘৃনা



থাকবেনা হিংসে



দেখি না একবার সুধু ভালোবেসে |



বিশালাকায় এই বিশ্ব, কেন হবে কাটা তারে ছিন্ন?



কেন বলবনা মোরা এক ও অভিন্ন?



কিন্তু এই স্বাধীনতা কি?



শুধু এটুকুই যেখানে প্রাণ খুলে শ্বাসনেব যায়



যেখানে নেই কোনো বিভেদ, নেই দ্বন্দ



শুধুই প্রেম শুধুই আনন্দ ||

Sunday, August 21, 2011

The Unwanted Me

The birds flew in the sky
So the words in mah mind's eye.
I asked do u love me?
The really, really Unwanted Me...

Storms blew in the shores
Hurricanes and tornados
Reigned the ocean
Reigned the rains....
Lived the me
The Unwanted Me in mah veins........

Walking by the shores of the river
I asked mah partner- Do u love me?
In the sun she said yaa
In the rains she said naa...
But i am a lover of the rains
The Unwanted Me is in mah veins......

I stepped in adventures with mah friends
Played with snakes
And with friend fakes
I asked mah friend would u be mah friend?
The fire caught me again
The friends were nowhere to be seen
The Unwanted Me was within...
The Unwanted Me was mah friend
Till the end.....

Our friendship breaks never
Our love is forever
The Unwanted me is mah loving friend.....