সঙ্গে লাগে আদা
চলছে মায়ের রান্নাঘরে
আজে মাংস রাঁধা
জিভের ডগায় আনবে জল
লোভের হলুদ জিরে
সঙ্গে দেবে লঙ্কার রাগ
তেজপাতাটা চিরে
চলছে মায়ার সংসারে তে
পাঁঠার মাংস রান্না
শুনতে তো আর পাচ্ছনা কেউ
ছাগল মারার কান্না
দিল এবার কামের কড়া এ
দুঃখ আগে ঢেলে
পাত ছাড়া আর যাবার জা'গা
এসেছি যে ফেলে
সময় নামের খুনতি দিয়ে
চলছে নারাচারা
সুখ দুখের কান্না হাসির
সুখ দুখের কান্না হাসির
কড়ার মতন কারা
খেতে ভালো লাগে বলি
তাই করিস যে তুই রান্না
তোর উনুনের আঁচে লাগে
তাই আসে যে কান্না।
তোর উনুনের আঁচে লাগে
তাই আসে যে কান্না।