Friday, March 30, 2012

কান্না-হাসি

এই দুনিয়ায় করুন রস আর হাস্যরসের মেলা
কান্না হাসির লুকোচুরির খেলা ।

কাঁদতে কাঁদতে হাসব কখন
হাসতে হাসতে কাঁদব কখন
অদ্ভূত এক রীতি
কান্না হাসির uncertainity ...

এক বাড়িতে এক খাটে তে
একদিকে শোয় কান্না
অন্য পাশে হাসি
কান্না হাসি থাকে পাশাপাশি ।

এক বোন ঘুমালে অন্য বোন জাগে
একজন জেগে থাকলে বেশি
অন্যজন রাগে ।

কান্না বোনের দুঃখ খুবই
সবাই খোঁজে হাসি
হাসতে ভালোবাসি ।

তবে হাসি কান্না দুয়ের আছে
পিরিত মাঝে খুব
তাই মাঝে মাঝে হাসি নয় কান্না
দেয় ডুব ।

দুটোই যখন ঘুমায়
তখন শুধুই শান্তি
নাহলে হয় আনন্দ
নয়তো অশান্তি ।।

Wednesday, March 14, 2012

প্রশ্ন

মা আজ একটা কথা আমায় তুই আজ সত্যি করে বল ।
তাতে আসুক অশ্রুজল
বা ফুটুক শতদল
তবু একটা কথা আমায় তুই আজ সত্যি করে বল ।

না জানি আমি কে
না চিনি তোমাকে
আমি কেমন মানুষ আজ আমাকে সত্যি করে বল ।

শুনি ভরলে ঘড়ায় পাপ
শুনি করিসনে তুই মাপ
তবে ছল করে মা পাপ কে হেথায় রাখিস কেন বল ।

কেউ বলে পাপ পুন্য নাই
সব পুড়ে হয় ছাই
তবে পুন্য সাথে পিরিত রেখে আমার কি লাভ বল ।

কেউ বলে সবই মন আমার
সবই ধন তোমার
এই দুনিয়ায় সত্য কি তা সত্যি করে বল ।