Tuesday, December 27, 2011

পাষাণ কালী

ওরে তুই পাষাণ কালী,   কেন হলি
    বল রে মা
হলি কেন বল   পাষাণ তারা
    দেখিস নে তুই অশ্রুধারা
পাষাণ মূর্তি পাষান হৃদয়
কেন হলি রে  বল রে মা ?

কেন রে মা পাষান হলি
দুধ সাদা হোস নিয়েও বলি
রক্ত নিয়ে খেলিস হোলি
কেন রে মা বল রে মা
পাষাণ কালী    কেন হলি
   বল রে মা ?

পাষাণের নেই কোনো মন
শুনবে কে আর সবার রোদন
প্রেম আছে কি শুধোয় যে মন
কি উত্তর দি রে মা
পাষাণ কালী   কেন হলি
   বল না মা |

Thursday, December 22, 2011

chinta

কোথা থেকে আসে প্রশ্ন
আর কোথা থেকে আসে উত্তর,
কোথা যায় সে প্রশ্নাবলী
কোথা হারায় প্রত্যুত্তর ?

অজানা হরষে প্রেমের পরশে
কে ঘোরায় মোর চিন্তা,
ঘুমের আঁধারে স্বপনও মাঝারে
কোথা ফুটে ওঠে চিন্তা?

নাজানি কেমনে কোথা থেকে মেলে
সমীকরণের চিহ্ন;
নাজানি কোথায় কেমনে যে হয়
সব প্রশ্ন ছিন্ন?

নাজানি কোথায় সমান্তরাল ও
হয় মিলে অভিন্ন,
নাজানি কোথায় কোন ক্ষণে
হয় স্থির থেকে গতি ভিন্ন?

নিশিদিন ব্যাপী খেলে লুকোচুরি
ভাবনার আরে ভুলে ভালে ঘুরি
নাজানি কিকরে কোন কোথা বুঝি
নাজানি কেমনে তবু তা না খুঁজি ;

ক্লান্ত শরীরে চিন্তার ভারে
পুঁছি তারে -"কে তুমি?"
উত্তর আসে মোর কানে ভাসে
"তুমি? না আমি?"