কোথা থেকে আসে প্রশ্ন
আর কোথা থেকে আসে উত্তর,
কোথা যায় সে প্রশ্নাবলী
কোথা হারায় প্রত্যুত্তর ?
অজানা হরষে প্রেমের পরশে
কে ঘোরায় মোর চিন্তা,
ঘুমের আঁধারে স্বপনও মাঝারে
কোথা ফুটে ওঠে চিন্তা?
নাজানি কেমনে কোথা থেকে মেলে
সমীকরণের চিহ্ন;
নাজানি কোথায় কেমনে যে হয়
সব প্রশ্ন ছিন্ন?
নাজানি কোথায় সমান্তরাল ও
হয় মিলে অভিন্ন,
নাজানি কোথায় কোন ক্ষণে
হয় স্থির থেকে গতি ভিন্ন?
নিশিদিন ব্যাপী খেলে লুকোচুরি
ভাবনার আরে ভুলে ভালে ঘুরি
নাজানি কিকরে কোন কোথা বুঝি
নাজানি কেমনে তবু তা না খুঁজি ;
ক্লান্ত শরীরে চিন্তার ভারে
পুঁছি তারে -"কে তুমি?"
উত্তর আসে মোর কানে ভাসে
"তুমি? না আমি?"
আর কোথা থেকে আসে উত্তর,
কোথা যায় সে প্রশ্নাবলী
কোথা হারায় প্রত্যুত্তর ?
অজানা হরষে প্রেমের পরশে
কে ঘোরায় মোর চিন্তা,
ঘুমের আঁধারে স্বপনও মাঝারে
কোথা ফুটে ওঠে চিন্তা?
নাজানি কেমনে কোথা থেকে মেলে
সমীকরণের চিহ্ন;
নাজানি কোথায় কেমনে যে হয়
সব প্রশ্ন ছিন্ন?
নাজানি কোথায় সমান্তরাল ও
হয় মিলে অভিন্ন,
নাজানি কোথায় কোন ক্ষণে
হয় স্থির থেকে গতি ভিন্ন?
নিশিদিন ব্যাপী খেলে লুকোচুরি
ভাবনার আরে ভুলে ভালে ঘুরি
নাজানি কিকরে কোন কোথা বুঝি
নাজানি কেমনে তবু তা না খুঁজি ;
ক্লান্ত শরীরে চিন্তার ভারে
পুঁছি তারে -"কে তুমি?"
উত্তর আসে মোর কানে ভাসে
"তুমি? না আমি?"
খুব ভালো হয়েছে |
ReplyDeleteএই লিঙ্ক এ (http://ivsweb.org/forum/wp-login.php?action=register) নাম রেজিস্টার কর, তোকে আমি লেখক হিসাবে এপ্রুভ করে দেব তখন তুই এই কবিতাটা ওখানেও পোস্ট করিস |
This comment has been removed by the author.
ReplyDeletenice :)
ReplyDeletethanks...
ReplyDelete