Thursday, January 5, 2012

না

শুধু যদি মানুষ এটা ভাবতে পারতো
যে আমার ভাবনার বাইরেও কিছু হতে পারে
কিন্তু না |
শুধু যদি মানুষ এটা ভাবতে পারতো
যে আমার সন্তান আমার মতো নাও ভাবতে পারে
কিন্তু না
কিন্তু না
টানের কুয়োয় পড়া ইলেকট্রন ও
যদি পারে বার হতে সেই টানের কুয়োর থেকে
তবে কেন আমরা বলেই থাকি যে না
পারব না
হবে না ||

এমন ও তো দিন হতে পারে যেদিন
সূর্য বদলি হলো অন্য পৃথিবীকে রোদ দিতে
এমন ও  তো দিন হতে পারে যেদিন
গাছ পালা গুলো সব বলে দিল চাই ছুটি নিতে|
তোমরা মানুষ গুলো ভেবেছ কি
একা তোমরাই থাকো আমাদের এই পৃথিবীতে
কে অধিকার দিল সম্ভাবনা গুলো
আসার আগেই পুরোপুরি মুছে দিতে|

সৃষ্টি তো পারবেনা করতে
শুধু পারো ধংসের খেলাতে লড়তে
মনে করো যা তুমি দেখনি নিজে
তা হতে পারেনা কোনদিন কোথাও পৃথিবীতে
কেন তুমি সম্ভাবনা ময় সৃষ্ট মনকে মানবে না
কেন  না|
মানুষের মন হতে সৃষ্ট জগত
ঘুমের মধ্যে নেই গ্রীষ্ম শরত
তবু কেন ভুলে যাও নতুন মনের সেই
অফুরন্ত সম্ভাবনা
কিন্তু না
মানবে না কিন্তু না |

No comments:

Post a Comment