Sunday, January 22, 2012

রান্না

নুন লঙ্কা পিয়াজ রসুন
সঙ্গে লাগে আদা
চলছে মায়ের রান্নাঘরে
আজে মাংস রাঁধা

জিভের ডগায় আনবে জল
লোভের হলুদ জিরে
সঙ্গে দেবে লঙ্কার রাগ
তেজপাতাটা চিরে

চলছে মায়ার সংসারে তে
পাঁঠার মাংস রান্না
শুনতে তো আর পাচ্ছনা  কেউ
ছাগল মারার কান্না

দিল এবার কামের কড়া এ
দুঃখ আগে ঢেলে
পাত ছাড়া আর যাবার জা'গা
এসেছি যে ফেলে

সময় নামের খুনতি দিয়ে
চলছে নারাচারা
সুখ দুখের কান্না হাসির
কড়ার মতন কারা
খেতে ভালো লাগে বলি
তাই করিস যে তুই রান্না
তোর উনুনের আঁচে লাগে
তাই আসে যে কান্না।

2 comments:

  1. please dont mind if the recipie is blunt...i just dont know a b c of cooking... :(

    ReplyDelete