গোকুল এর রাখাল কৃষ্ণ
গোপী রাধা সনে
মন তুমি প্রেমে পরে
গেলে বৃন্দাবনে ||
গোকুলের প্রানের কানহা
এখন মথুরা নরেশ
গোপীদের প্রানধন-ও
তোমার পরনে রাজবেশ ??
মস্তকে স্বর্ণ মুকুট
আভরণে ত্বক
কোথায় গেল তোমার প্রিয়
ময়ুরের পালক ??
কোথায় গেলে বংশীধর
কই সে বাঁশির সুর
সহজ প্রেমিক গোপীদের ও
করলে কেন দূর ??
কৃষ্ণ প্রেমের এ কি যাতনা
রইলো কৃষ্ণ মনে
দ্বারকা নরেশের সনে
দেখা হয় কেমনে ??
মন তুই বুঝিস না রে
কৃষ্ণ সবার হয়
তবু সেই প্রেমিক গোপাল
গোপীদের ই রয় ||
কিন্তু মন তুই হোস না গোপী
যাস না বৃন্দাবনে
কৃষ্ণের বিরহের ব্যথা
ভুলছিস কেমনে ??
No comments:
Post a Comment