মা তোমার পূজা তে
হাজারও রোশনাই
হাজারও বাতি দিল আলো
তবু তো মন আমার
রয়ে তো গেল সেই
ছিল যেমনি আগে কালো |
মা তোমার পূজা তে
করি যে নম আমি
হাজারও ফুলে দি অঞ্জলি
মনে যে থাকে পরে
লক্ষ বাসনা
অন্তরে তাদের নিয়াই চলি |
মা তোমার পূজা তে
নব-শুভ্র বস্ত্র পরি
সকলের ও শ্রীচরণ ধরি
রয় সে একই মন
সর্বদা কাদা ঘাটি
বল মা এ মনটার যে কি করি ?
মা তোমার পূজা তে
শান্তিরও জল দিয়া
দাও না ভিজায়ে এ মনখানে
নইলে যে মন আমার
তোমারে তাড়ায়ে
হাজারও অশান্তি লয়ে আনে |
Friday, September 30, 2011
Monday, September 26, 2011
Nadani
Kisike pyale mein bhare amrit or
Kisime wo dale paani
Koi kahe wo hai maha-daani
Mai maanu ye nadani...
Giridhari Murari
Kyse main jodu rishtedari?
Kisike jholi mein dala tu chandi
Aur kisime dala sona
Jisne kia tujhe pyar dulare
Uske me kyun dale rona?
Giridhari Murari
Tujhse kyse karu main yaari?
Kisiko bithaya tu raja ke pad par
Kisiko banaya tu raani
Jispe hua tujhe kabhi shikayat
Muskil banaya zindegani
Chahe hazaro maan le tujhko
Main bolu ye teri nadani...
Giridhari Murari
Tujhpe hui main abhimani...
Koi chade kanton k path aur
Kiske mein banaya tu asani
Kisiko diya hai tu pyar aur izzat
Kisiko dia hain parishani
Kahe tu bhule sabhi ye chahte
Sabko jo pyar hai paani
Jisko na poochhe duniya mein koi
Kahe tu usse abhimaani...
Kahe tu mujhse abhimani?
Kyun kare tu nadani?
Giridhari Murari
Mere yaakin to tujhse bhi haari...
Kisime wo dale paani
Koi kahe wo hai maha-daani
Mai maanu ye nadani...
Giridhari Murari
Kyse main jodu rishtedari?
Kisike jholi mein dala tu chandi
Aur kisime dala sona
Jisne kia tujhe pyar dulare
Uske me kyun dale rona?
Giridhari Murari
Tujhse kyse karu main yaari?
Kisiko bithaya tu raja ke pad par
Kisiko banaya tu raani
Jispe hua tujhe kabhi shikayat
Muskil banaya zindegani
Chahe hazaro maan le tujhko
Main bolu ye teri nadani...
Giridhari Murari
Tujhpe hui main abhimani...
Koi chade kanton k path aur
Kiske mein banaya tu asani
Kisiko diya hai tu pyar aur izzat
Kisiko dia hain parishani
Kahe tu bhule sabhi ye chahte
Sabko jo pyar hai paani
Jisko na poochhe duniya mein koi
Kahe tu usse abhimaani...
Kahe tu mujhse abhimani?
Kyun kare tu nadani?
Giridhari Murari
Mere yaakin to tujhse bhi haari...
Thursday, September 22, 2011
শুক-শালিক
শুক বলে সুখ দুনিয়ায়
এখনো অনেক রয়
শালিক একা থাকে বলে
দুঃখের কথাই কয়
শুক বামুন কয় দুনিয়ায়
নাই যে দুখ মোটে
শালিক বলে সুখের দেখা
ভাগ্যে যে না জোটে
শুক বলে হাসা ভালো
শালিক শুনে হাসে
বন্ধু রূপে দুশমন কারা
সামনে চোখে ভাসে
শুক বলে এই ধরাতে
ইশ্বর সব ই যেন
শালিক যোগে
ইমান ছাড়াও
ইশ্বর কবে হেন?
শুক বলে দিস না ছোঁয়া
শালিক পাখি মোকে
ইশ্বরের জাত যায় রে তাই
দুরে রাখি তোকে
শুক বলে বাস তবু ভাল
শালিক জিগায় কাকে?
শুক বলে সবার মাঝে
খোঁজ রে তুই তাঁকে
শালিক বলে খুঁজে পেলেও
হব আমি কিবা
শুক রা সব করবে পূজা
বানায় আমায় শিবা
শালিক জাতি রইবে তেমন
অলুক্ষুনে একা
শুক রা সব হইবে খুশি
শালিক রে দি ছ্যাঁকা
শুক বলে দেখিস না তুই
তাঁর পায়ের চিন্হ ও যে
শালিক এর প্রশ্ন কেন
উত্তর কেন খোঁজে ?
শালিক বলে অরূপ যিনি
পদচিন্হ তাঁরই
এই কথা খান আমি যে ভাই
বুঝতে নাহি পারি
শুক বলে অরূপ স্বরূপ
সবার ভিতরে তাই
শালিক খুঁজে দেখতে গেলে
শুক বলে ছুইতে নাই
শুক বলে সেই কথাখান
অন্তরে যে বোঝে
শালিক বলে নাই তার ভাষা
না-ই বা সে খোঁজে
যাঁর হাথে রয়েছে বিচার
সেই যদি হয় সবে
তবে কান অবিচারী
এই দুনিয়ায় রবে?
শুক বলে শালিকের এ
প্রশ্নের নেই মানে
মুর্খ শালিক মনে ভাবে
সবই যেন জানে
শালিক ভাবে জানি যদি
জিগাই তবে ক্যানে?
শুক বলে শালিক বড়
কাঁদুনি প্যানপ্যানে
শুক বলে শালিক আগে
করছিল যে পাপ
প্রাচিত্তির এর আগুনেতে
উচিত দেওয়া ঝাঁপ
শুক বলে দেয় সে সবই
যোগ্য যে হয় তাকে
শালিক বলে সৃষ্টিকর্তা
বাকিদের ক্যানে রাখে?
এখনো অনেক রয়
শালিক একা থাকে বলে
দুঃখের কথাই কয়
শুক বামুন কয় দুনিয়ায়
নাই যে দুখ মোটে
শালিক বলে সুখের দেখা
ভাগ্যে যে না জোটে
শুক বলে হাসা ভালো
শালিক শুনে হাসে
বন্ধু রূপে দুশমন কারা
সামনে চোখে ভাসে
শুক বলে এই ধরাতে
ইশ্বর সব ই যেন
শালিক যোগে
ইমান ছাড়াও
ইশ্বর কবে হেন?
শুক বলে দিস না ছোঁয়া
শালিক পাখি মোকে
ইশ্বরের জাত যায় রে তাই
দুরে রাখি তোকে
শুক বলে বাস তবু ভাল
শালিক জিগায় কাকে?
শুক বলে সবার মাঝে
খোঁজ রে তুই তাঁকে
শালিক বলে খুঁজে পেলেও
হব আমি কিবা
শুক রা সব করবে পূজা
বানায় আমায় শিবা
শালিক জাতি রইবে তেমন
অলুক্ষুনে একা
শুক রা সব হইবে খুশি
শালিক রে দি ছ্যাঁকা
শুক বলে দেখিস না তুই
তাঁর পায়ের চিন্হ ও যে
শালিক এর প্রশ্ন কেন
উত্তর কেন খোঁজে ?
শালিক বলে অরূপ যিনি
পদচিন্হ তাঁরই
এই কথা খান আমি যে ভাই
বুঝতে নাহি পারি
শুক বলে অরূপ স্বরূপ
সবার ভিতরে তাই
শালিক খুঁজে দেখতে গেলে
শুক বলে ছুইতে নাই
শুক বলে সেই কথাখান
অন্তরে যে বোঝে
শালিক বলে নাই তার ভাষা
না-ই বা সে খোঁজে
যাঁর হাথে রয়েছে বিচার
সেই যদি হয় সবে
তবে কান অবিচারী
এই দুনিয়ায় রবে?
শুক বলে শালিকের এ
প্রশ্নের নেই মানে
মুর্খ শালিক মনে ভাবে
সবই যেন জানে
শালিক ভাবে জানি যদি
জিগাই তবে ক্যানে?
শুক বলে শালিক বড়
কাঁদুনি প্যানপ্যানে
শুক বলে শালিক আগে
করছিল যে পাপ
প্রাচিত্তির এর আগুনেতে
উচিত দেওয়া ঝাঁপ
শুক বলে দেয় সে সবই
যোগ্য যে হয় তাকে
শালিক বলে সৃষ্টিকর্তা
বাকিদের ক্যানে রাখে?
বোকা+ আমি= বোকামি
ছিলনা কেউ আমি জানি
থাকবেনা কেউ আমি জানি
বোকা মেয়ে হলাম আমি
বোকা মেয়ে হলাম আমি |
তবু মাঝে মাঝে মনে হয় এ আছে
মাঝে মাঝে মনে হয় সে আছে
গল্পের গরু চরে গাছে
তবু কেন যে মনে হয় আছে ?
বোকা মেয়ে, বোকা মেয়ে
মাঝে মাঝে করি বোকামি
বোকা আমি করি বোকামি
বোকামি বোকা me
রঙিন চশমা তা পরে ফেলি
ধুসর আকাশ লাগে নীল
আকাশে মেঘ গুলো ভাসতে দেখে
মন করে ওঠে ঝিলমিল
বোকা আমি করি বোকামি
বোকামি বোকা me ...
হলুদ মাঠে খুঁজে চলছি যে ঘাস
চশমা পরে লাগে সবুজ আকাশ
চশমা পরে করি ভালোবেসে ভুল
আর নিজেকে মনে হয় "beautiful ...
And once more i have become a fool
And people call me beauty - fool ...
বোকা আমি করি বোকামি
বোকামি বোকা me ...
কেউ যখন বলে আমি আছি তোর পাশে
আমার মনে হয় সেই ভালবাসে
মনে জাগে আশা
অজানা ভালবাসার
তখন ভুলে যাই ডোবায় ভালবাসা
বোকা মেয়ে হই যে আমি
বোকা আমি করি বোকামি
বোকামি বোকা me ...
থাকবেনা কেউ আমি জানি
বোকা মেয়ে হলাম আমি
বোকা মেয়ে হলাম আমি |
তবু মাঝে মাঝে মনে হয় এ আছে
মাঝে মাঝে মনে হয় সে আছে
গল্পের গরু চরে গাছে
তবু কেন যে মনে হয় আছে ?
বোকা মেয়ে, বোকা মেয়ে
মাঝে মাঝে করি বোকামি
বোকা আমি করি বোকামি
বোকামি বোকা me
রঙিন চশমা তা পরে ফেলি
ধুসর আকাশ লাগে নীল
আকাশে মেঘ গুলো ভাসতে দেখে
মন করে ওঠে ঝিলমিল
বোকা আমি করি বোকামি
বোকামি বোকা me ...
হলুদ মাঠে খুঁজে চলছি যে ঘাস
চশমা পরে লাগে সবুজ আকাশ
চশমা পরে করি ভালোবেসে ভুল
আর নিজেকে মনে হয় "beautiful ...
And once more i have become a fool
And people call me beauty - fool ...
বোকা আমি করি বোকামি
বোকামি বোকা me ...
কেউ যখন বলে আমি আছি তোর পাশে
আমার মনে হয় সেই ভালবাসে
মনে জাগে আশা
অজানা ভালবাসার
তখন ভুলে যাই ডোবায় ভালবাসা
বোকা মেয়ে হই যে আমি
বোকা আমি করি বোকামি
বোকামি বোকা me ...
Wednesday, September 21, 2011
বিতর্ক : সাহস না দুঃসাহস
সাহস আমার আদর্শ
সাহসিকতার গল্প তো নয়
একদিকে স্বামীজি যেমন
অন্যদিকে পাউলি ও রয় |
সাহস আর দুঃসাহস
এক জনায় একসাথে রয়
আজ যে হয় দুঃসাহসী
কাল তাকে -ই সাহসী কয় |
সাহস আর দুঃসাহস
একই মনের দুটি পিঠ
প্রাচীন আর নবীন যুঝে
সেই সিনেমাই superhit .
কেচ্ছা যদি নাই থাকে
কোথায় পাবি কাহিনী ?
তাই তো কেচ্ছা দেখতে পেলেই
নামিয়ে দিস বাহিনী |
কেউ বলে সাহস এ তে
থাকতে লাগে পরের হিত
সাহস আসলে আর কিছু নয়
অন্য কিছু ভাবার জিত |
সাহসিকতার গল্প তো নয়
একদিকে স্বামীজি যেমন
অন্যদিকে পাউলি ও রয় |
সাহস আর দুঃসাহস
এক জনায় একসাথে রয়
আজ যে হয় দুঃসাহসী
কাল তাকে -ই সাহসী কয় |
সাহস আর দুঃসাহস
একই মনের দুটি পিঠ
প্রাচীন আর নবীন যুঝে
সেই সিনেমাই superhit .
কেচ্ছা যদি নাই থাকে
কোথায় পাবি কাহিনী ?
তাই তো কেচ্ছা দেখতে পেলেই
নামিয়ে দিস বাহিনী |
কেউ বলে সাহস এ তে
থাকতে লাগে পরের হিত
সাহস আসলে আর কিছু নয়
অন্য কিছু ভাবার জিত |
Tuesday, September 20, 2011
হকের কথা
মাথায় আমার চিরটাকাল গন্ডগোল
লোকে যখন কয় রে মোরে
হকের কথা আস্তে ক' রে
হকের কথায় সবাই ডরে
আস্তে করে বল
এমন মাথায় গন্ডগোল তুই ডাক্তার খানে চল ||
তোর মাথায় রে সত্যি কারের গন্ডগোল |
হকের কথা কৈলে ক্যানে
দুশমন সবাই হয় রে জানের
সবাই খোঁজে পিছনের মানের
সামনের কথার নয়
হক কথা খান কৈলে মাথায় গন্ডগোল ই হয় ||
হক কথা যে মজার কথা নয়
রাজার কানে প্রজার কথা হয়
ছোট মুখে বড় কথা
লোকে আস্তে তাই যে কয়
হক কথা খান জোড়ে কৈলে
লোকে মাথার গন্ডগোল ই কয় ||
হক কথা পরানের কথাই রয়
মানের হুঁশ এ বেহুঁশ মানুষ
তখন যে পায় ভয়
তাই তো সবাই হকের কথা
ফিস ফিশায়ে কয় |
নামের হুঁশে বেহুঁশ মানুষ
ইমান করে নয় ছয়
হকের লড়ায়ে ক্যান যে বলে
হকের ই হয় জয় ?
নির্ঘাত আমার মাথার ব্যামো
মাথায় বড় গন্ডগোল
নাইলে কেন হকের কথায়
পিটাই এমন ঢোল ?
লোকে যখন কয় রে মোরে
হকের কথা আস্তে ক' রে
হকের কথায় সবাই ডরে
আস্তে করে বল
এমন মাথায় গন্ডগোল তুই ডাক্তার খানে চল ||
তোর মাথায় রে সত্যি কারের গন্ডগোল |
হকের কথা কৈলে ক্যানে
দুশমন সবাই হয় রে জানের
সবাই খোঁজে পিছনের মানের
সামনের কথার নয়
হক কথা খান কৈলে মাথায় গন্ডগোল ই হয় ||
হক কথা যে মজার কথা নয়
রাজার কানে প্রজার কথা হয়
ছোট মুখে বড় কথা
লোকে আস্তে তাই যে কয়
হক কথা খান জোড়ে কৈলে
লোকে মাথার গন্ডগোল ই কয় ||
হক কথা পরানের কথাই রয়
মানের হুঁশ এ বেহুঁশ মানুষ
তখন যে পায় ভয়
তাই তো সবাই হকের কথা
ফিস ফিশায়ে কয় |
নামের হুঁশে বেহুঁশ মানুষ
ইমান করে নয় ছয়
হকের লড়ায়ে ক্যান যে বলে
হকের ই হয় জয় ?
নির্ঘাত আমার মাথার ব্যামো
মাথায় বড় গন্ডগোল
নাইলে কেন হকের কথায়
পিটাই এমন ঢোল ?
Tuesday, September 6, 2011
Bhar De Prem Ka Pyala...
Is dunia mein apna na koi
Tu jane Nandalala
Bhar de prem ka pyala,
Gopaalaa...
Bhar de prem ka pyala...
Yaar kise kahu wo Giridhari
Biswas to mere sab se hari
Kyse jodu rishtedaari?
O Giridhari,
Kisse karu main yaari?
Logon ki- aankhein kehte
Hontho se alag jab
Dil kehte man se alag tab
Kyse karu main yakeen o yaara
Sab ne yakeen aur prem ko mara...
Log kahe-prem sabse nyara hai
...
Log kahe prem, sabse hai nyara
Dil kahe prem sabse hai pyara
Lekin jaha dekhun duniadari
Giridhari Murari
Prem ko sab ne hain mari...
Sabse ek baat poochna chahti hoon-
Kya prem abtak zinda hai?
Shayad nehi? Ya shayad hai?
...
Nandlalaa, Sabko bachanewala
Bachale prem ko yaara Gopala
Bhar de prem ka pyala...
Gopala, Bhar de prem ka pyala....
Jis pyale se koi ghot pi jawe
Ban jawe zindagi matwala
Gopala, Bhar de prem ka pyala...
Saturday, September 3, 2011
আমি স্বাধীনতা কামী
আমি স্বাধীনতা কামী
বিশ্ব ভ্রাতৃত্ব আমার স্পন্দন
কিন্তু কেউ যে শোনেনা আমার ক্রন্দন
কেন ? আমি কি ভুল কিছু চাই?
আমি চাই এই বিশ্ব হোক এক
সেখানে সবেতেই থাক সবার অধিকার
যেখানে কাড়াকাড়ি নেই
নেই নিয়মের কড়াকড়ি
শুধু একটি নিয়ম, আমি হব আমি
আর তুমি হবে তুমি |
আমি যেমন তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবনা
যে যা চাইবে সে সেটাই করবে
শুধু দেখবে এটুকু - যেন এরই মধ্যে কারোর
স্বাধীনতায়
বাধা না আসে |
থাকবেনা ঘৃনা
থাকবেনা হিংসে
দেখি না একবার সুধু ভালোবেসে |
বিশালাকায় এই বিশ্ব, কেন হবে কাটা তারে ছিন্ন?
কেন বলবনা মোরা এক ও অভিন্ন?
কিন্তু এই স্বাধীনতা কি?
শুধু এটুকুই যেখানে প্রাণ খুলে শ্বাসনেব যায়
যেখানে নেই কোনো বিভেদ, নেই দ্বন্দ
শুধুই প্রেম শুধুই আনন্দ ||
বিশ্ব ভ্রাতৃত্ব আমার স্পন্দন
কিন্তু কেউ যে শোনেনা আমার ক্রন্দন
কেন ? আমি কি ভুল কিছু চাই?
আমি চাই এই বিশ্ব হোক এক
সেখানে সবেতেই থাক সবার অধিকার
যেখানে কাড়াকাড়ি নেই
নেই নিয়মের কড়াকড়ি
শুধু একটি নিয়ম, আমি হব আমি
আর তুমি হবে তুমি |
আমি যেমন তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবনা
যে যা চাইবে সে সেটাই করবে
শুধু দেখবে এটুকু - যেন এরই মধ্যে কারোর
স্বাধীনতায়
বাধা না আসে |
থাকবেনা ঘৃনা
থাকবেনা হিংসে
দেখি না একবার সুধু ভালোবেসে |
বিশালাকায় এই বিশ্ব, কেন হবে কাটা তারে ছিন্ন?
কেন বলবনা মোরা এক ও অভিন্ন?
কিন্তু এই স্বাধীনতা কি?
শুধু এটুকুই যেখানে প্রাণ খুলে শ্বাসনেব যায়
যেখানে নেই কোনো বিভেদ, নেই দ্বন্দ
শুধুই প্রেম শুধুই আনন্দ ||
Subscribe to:
Posts (Atom)