মাথায় আমার চিরটাকাল গন্ডগোল
লোকে যখন কয় রে মোরে
হকের কথা আস্তে ক' রে
হকের কথায় সবাই ডরে
আস্তে করে বল
এমন মাথায় গন্ডগোল তুই ডাক্তার খানে চল ||
তোর মাথায় রে সত্যি কারের গন্ডগোল |
হকের কথা কৈলে ক্যানে
দুশমন সবাই হয় রে জানের
সবাই খোঁজে পিছনের মানের
সামনের কথার নয়
হক কথা খান কৈলে মাথায় গন্ডগোল ই হয় ||
হক কথা যে মজার কথা নয়
রাজার কানে প্রজার কথা হয়
ছোট মুখে বড় কথা
লোকে আস্তে তাই যে কয়
হক কথা খান জোড়ে কৈলে
লোকে মাথার গন্ডগোল ই কয় ||
হক কথা পরানের কথাই রয়
মানের হুঁশ এ বেহুঁশ মানুষ
তখন যে পায় ভয়
তাই তো সবাই হকের কথা
ফিস ফিশায়ে কয় |
নামের হুঁশে বেহুঁশ মানুষ
ইমান করে নয় ছয়
হকের লড়ায়ে ক্যান যে বলে
হকের ই হয় জয় ?
নির্ঘাত আমার মাথার ব্যামো
মাথায় বড় গন্ডগোল
নাইলে কেন হকের কথায়
পিটাই এমন ঢোল ?
No comments:
Post a Comment