Saturday, September 3, 2011

আমি স্বাধীনতা কামী

আমি স্বাধীনতা কামী



বিশ্ব ভ্রাতৃত্ব আমার স্পন্দন



কিন্তু কেউ যে শোনেনা আমার ক্রন্দন



কেন ? আমি কি ভুল কিছু চাই?



আমি চাই এই বিশ্ব হোক এক



সেখানে সবেতেই থাক সবার অধিকার



যেখানে কাড়াকাড়ি নেই



নেই নিয়মের কড়াকড়ি



শুধু একটি নিয়ম, আমি হব আমি



আর তুমি হবে তুমি |



আমি যেমন তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবনা



যে যা চাইবে সে সেটাই করবে



শুধু দেখবে এটুকু - যেন এরই মধ্যে কারোর

স্বাধীনতায়



বাধা না আসে |



থাকবেনা ঘৃনা



থাকবেনা হিংসে



দেখি না একবার সুধু ভালোবেসে |



বিশালাকায় এই বিশ্ব, কেন হবে কাটা তারে ছিন্ন?



কেন বলবনা মোরা এক ও অভিন্ন?



কিন্তু এই স্বাধীনতা কি?



শুধু এটুকুই যেখানে প্রাণ খুলে শ্বাসনেব যায়



যেখানে নেই কোনো বিভেদ, নেই দ্বন্দ



শুধুই প্রেম শুধুই আনন্দ ||

No comments:

Post a Comment