Thursday, September 22, 2011

শুক-শালিক

শুক বলে সুখ দুনিয়ায়
এখনো অনেক রয়
শালিক একা থাকে বলে
দুঃখের কথাই কয়

শুক বামুন কয় দুনিয়ায়
নাই যে দুখ মোটে
শালিক বলে সুখের দেখা
ভাগ্যে যে না জোটে

শুক বলে হাসা ভালো
শালিক শুনে হাসে
বন্ধু রূপে দুশমন কারা
সামনে চোখে ভাসে

শুক বলে এই ধরাতে
ইশ্বর সব ই যেন
শালিক যোগে
ইমান ছাড়াও
ইশ্বর কবে হেন?

শুক বলে দিস না ছোঁয়া
শালিক পাখি মোকে
ইশ্বরের জাত যায় রে তাই
দুরে রাখি তোকে

শুক বলে বাস তবু ভাল
শালিক জিগায় কাকে?
শুক বলে সবার মাঝে
খোঁজ রে তুই তাঁকে

শালিক বলে খুঁজে পেলেও
হব আমি কিবা
শুক রা সব করবে পূজা
বানায় আমায় শিবা

শালিক জাতি রইবে তেমন
অলুক্ষুনে একা
শুক রা সব হইবে খুশি
শালিক রে দি ছ্যাঁকা

শুক বলে দেখিস না তুই
তাঁর পায়ের চিন্হ ও যে
শালিক এর প্রশ্ন কেন
উত্তর কেন খোঁজে ?

শালিক বলে অরূপ যিনি
পদচিন্হ তাঁরই
এই কথা খান আমি যে ভাই
বুঝতে নাহি পারি

শুক বলে অরূপ স্বরূপ
সবার ভিতরে তাই
শালিক খুঁজে দেখতে গেলে
শুক বলে ছুইতে নাই

শুক বলে সেই কথাখান
অন্তরে যে বোঝে
শালিক বলে নাই তার ভাষা
না-ই বা সে খোঁজে

যাঁর হাথে রয়েছে বিচার
সেই যদি হয় সবে
তবে কান অবিচারী
এই দুনিয়ায় রবে?

শুক বলে শালিকের এ
প্রশ্নের নেই মানে
মুর্খ শালিক মনে ভাবে
সবই যেন জানে

শালিক ভাবে জানি যদি
জিগাই তবে ক্যানে?
শুক বলে শালিক বড়
কাঁদুনি প্যানপ্যানে

শুক বলে শালিক আগে
করছিল যে পাপ
প্রাচিত্তির এর আগুনেতে
উচিত দেওয়া ঝাঁপ

শুক বলে দেয় সে সবই
যোগ্য যে হয় তাকে
শালিক বলে সৃষ্টিকর্তা
বাকিদের ক্যানে রাখে?

No comments:

Post a Comment