মা তোমার পূজা তে
হাজারও রোশনাই
হাজারও বাতি দিল আলো
তবু তো মন আমার
রয়ে তো গেল সেই
ছিল যেমনি আগে কালো |
মা তোমার পূজা তে
করি যে নম আমি
হাজারও ফুলে দি অঞ্জলি
মনে যে থাকে পরে
লক্ষ বাসনা
অন্তরে তাদের নিয়াই চলি |
মা তোমার পূজা তে
নব-শুভ্র বস্ত্র পরি
সকলের ও শ্রীচরণ ধরি
রয় সে একই মন
সর্বদা কাদা ঘাটি
বল মা এ মনটার যে কি করি ?
মা তোমার পূজা তে
শান্তিরও জল দিয়া
দাও না ভিজায়ে এ মনখানে
নইলে যে মন আমার
তোমারে তাড়ায়ে
হাজারও অশান্তি লয়ে আনে |
No comments:
Post a Comment